Advertisement

পাখির ভাষায় কথা বলেন যে গ্রামের বাসিন্দারা || Villager That Speak In The Language of Birds

পাখির ভাষায় কথা বলেন যে গ্রামের বাসিন্দারা || Villager That Speak In The Language of Birds আজ আপনাদের নিয়ে যাব তুরস্কে। তুরস্কে আছে এমন একটি গ্রাম যেখানকার মানুষ কথা বলে পাখির মত শীষ দিয়ে অথবা কিচির মিচির করে। গিরিসিন প্রদেশে কানাকি জেলার এই গ্রামটির নাম কুস্কয়। গ্রামের বাসিন্দারা পাখির মত আওয়াজ করে নিজেদের ভাব প্রকাশ করেন। উত্তর তুরষ্কের এই গ্রামের নাম ইতিমধ্যে ইউনেসকোর হেরিটেড তালিকায় স্থান করে নিয়েছে। এই ভাবের আদান প্রাদানকে ইউনেসকো বলছে বার্ড লেগুয়েজ। বিলুপ্ত প্রায় এই ঐতিহ্যবাহি ভাষাকে বাঁচাতে উদ্দোগ নিয়েছে জাতিসংঘ। এই এলাকায় ১০ হাজার মানুষ এমন উপায়ে ভাবের আদান প্রদান করেন। পাহাড়ের আড়ালে একে অন্যেকে না দেখেই শীষ দিয়ে ভাবের আদান প্রাদান করেন তারা। প্রায় ৫ শত বছর থেকে এভাবে তারা ভাবের আদান প্রদান করেন। তবে গত ৫০ বছর ধরে সভ্যতার বিকাশের সাথে সাথে এই ভাষা বিপন্ন হতে চলেছে। প্রজন্মের ফাঁদ আর আগে যারা শীষ দিয়ে ভাবের আদান প্রদান করতেন তারা পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে। আর নতুন যারা আছেন তাদের জিহবা, আঙ্গুল ও দাঁতের জোর কমে গেছে। ২০১৪ সাল থেকে গ্রামটির প্রাথমিক বিদ্যালয়ে ভাষাটি আনুষ্ঠানিক ভাবে শিখানো শুরু হয়। এর আগে ১৯৬৪ সালে নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে গ্রামটির কথা বলা হয়েছে। সে প্রতিবেদনের মতে, গ্রামটির শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে যাবার আগেই শিখে নিত এই ভাষা। প্রতিবছর গ্রামটিতে কুচবেলি উৎসবের আয়োজন করা হয়। উৎসবে শীষ বাজানোরও একটি পর্ব থাকে। বিশেষজ্ঞরা বলছেন শীষ দিয়ে ভাষার ব্যবহার বিভিন্ন সময়ে স্পেন, মেক্সিকো ও গ্রিসে দেখা গিয়েছে। তবে তুরষ্কে যেটা চলছে তা গুনমানে অধিক উন্নত। কি ভাবছেন? শুরু করবেন না কি শীষ দিয়ে ভাবের এই আদান প্রদান প্রদান! আমার মনে হয় চেষ্টা করলে কোন ক্ষতি নেই। আপনারা চেষ্টা করতে থাকুন ফিরছি আগামী ভিডিওতে। ও হ্যা! চ্যানেলটি সাবস্ক্রাই করতে ভুলবেন না। ভিডিওটি ভাল লাগলে ছোট একটি কমেন্ট করে যাবেন। সবাই ভাল থাকবেন, আল্লাহ হাফেজ।

#theworldview #birdlanguage

My Youtube channels main goal is learning something and sharing with others. For education purpose i am leading this channel. Our children and our people have too much curiosity to know about the world. But the main problem is, they have to keep searching in youtube by topic to topic. There is no actually channel where our people can find all this from one place. I deside myself, i will open a channel where people can find all this from one channel. For making this wish true, youtube help me to create a youtube channel. Thank you so much Dear "YOUTUBE"

My Channel facebook Page Link:

My Twitter Link:

My Instagram Link:

bird language,পাখির ভাষা,বাংলা নিউজ,বাংলা সংবাদ,পাখির ভাষায় কথা বলেন যে গ্রামের বাসিন্দারা,

Post a Comment

0 Comments